• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

অবৈধ মোবাইল নেটওয়ার্ক সরঞ্জামাদিসহ ০৫ জনকে গ্রেফতার!

/ ১৫৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ-
গতকাল ০৮/০২/২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয় যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন বসুন্ধরা স্কয়ার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার এন্ড রিপিটার বিক্রি করার অপরাধে ০৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইউনুছ আলী (৩২), ২। মোঃ সোহেল হোসেন (২৩), ৩। মোঃ হৃদয় (২২), ৪। মোঃ সাফওয়ান (২৩) ও ৫। আসলাম (৪১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, ০১টি মোবাইল জিএসএম থ্রিজি ইয়োলো রিপিটার, ০১টি জিএসএম এমএইচজেড রিপিটার, ০৬টি ইনডোর এন্টিনা, ০৫টি আউটডোর এন্টিনা, ০৬টি মোবাইল ফোন ও নগদ- ৪,১০০/- (চার হাজার একশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার এন্ড রিপিটার বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অসৎ উদ্দেশ্যে এই বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার এন্ড রিপিটারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি বিভিন্ন অপরাধ চক্রের সদস্যদের নিকট বিক্রয় করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন