• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে হাইকোর্টে রুল জারি

/ ৯৯ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
হাইকোর্ট

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বেতন না দেওয়া অবৈধ হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ নভেম্বর) এই রুল জারি করেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এ সময় আদালত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে বিষয়টি নিষ্পত্তি ও রুলের জবাব দেওয়া নির্দেশ দিয়েছেন।

রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। অন্যদিকে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি বলেন, সমান শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হয়; যেটি খুবই বৈষম্যমূলক। সারাবিশ্বে প্রাথমিকের শিক্ষকের গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশে অনেকটাই ব্যতিক্রম।


আরো পড়ুন