• সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

নওগাঁর আম সংগ্রহের তারিখ ঘোষণা; প্রথম সংগ্রহ -“২৫ মে”

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি / ১৩০ বার পঠিত
আপডেট: বুধবার, ১১ মে, ২০২২

বর্তমান আমের রাজধানী নওগাঁ এ  জেলায় আগামী ২৫ মে থেকে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
(১০ মে) মঙ্গলবার কৃষি বিভাগ ও প্রশাসনের যৌথ সভা শেষে আমের জাত অনুয়ায়ী একটি তালিকা প্রকাশ করেন।
তালিকা অনুযায়ী, ২৫ মে গুটি জাতের আম, ৩০ মে গোপালভোগ, ৫ জুন খিসরাপাত ও হিমসাগর,  ৮ জুন নাকফজলি, ১২ জুন ল্যাংড়া ও হাড়িভাঙ্গা, ২২ জুন ফজলি, ২৫ জুন আম্রপালি ও ১০ জুলাই আশ্বিনা, বারিফোর ও গৌড়মতি  সংগ্রহ করা যাবে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ বলেন, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখ অনুযায়ী আম সংগ্রহ করতে জেলা জুড়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। মূলত ভোক্তাদের পরিপক্ক ও সুসাধু আম খাওয়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসাসহ কৃষি কৃষি বিভাগের কর্মকর্তা, আম চাষি, আম ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন