• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের তৎপরতা

অনলাইন ডেস্ক / ১৫১ বার পঠিত
আপডেট: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়ার নৌবাহিনী কর্তৃক উদ্ধার করা বাংলাদেশিদের প্রাথমিক সহায়তা  নিশ্চিতে কাজ করছে লিবিয়ায় ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টে সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাথে দূতাবাস থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এছাড়াও লিবিয়া ও তিউনিসিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের আইওএমের সহযোগিতায় প্রত্যাবাসনে দূতাবাস কাজ করছে। এ প্রক্রিয়ায় ইতোমধ্যে কিছুসংখ্যক বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

শনিবার (২৮ আগস্ট) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের নেতৃত্বে একটি দল স্থল পথে তিউনিসিয়ায় পৌঁছান।

দেশটির জারজিস ও তাতাউইন শহরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ নেন। এ সময় তাদেরকে দূতাবাসের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়েছে।

সফরের সময় তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদফতর, রেড ক্রিসেন্টে সোসাইটি ও আইওএমসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল।


আরো পড়ুন