• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

সিনোফার্মের আরও ২৯ হাজার ৬০০ ডোজ টিকা পৌঁছেছে মৌলভীবাজারে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার / ১৮৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ২৯ হাজার ৬০০ টিকা এসেছে মৌলভীবাজারে। বুধবার (২৮ জুলাই) দুপুর ২টায় ফ্রিজার গাড়ি টিকা নিয়ে মৌলভীবাজারে এসে পৌঁছায়। পরে  টিকা গ্রহণ কমিটির সদস্যদের নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন  মুর্শেদ এই ২৯ হাজার ৬০০ টিকা গ্রহণ করেন।
জানা গেছে, এটি মৌলভীবাজারে সিনোফার্মের টিকার তৃতীয় চালান। এর আগে আরও মৌলভীবাজারে সিনোফার্মের টিকা গ্রহণ করা হয়। এর আগে গত ১১ জুলাই সিনোফার্মের টিকা মৌলভীবাজারে এসেছিলো।
সিভিল সার্জনের অফিস সুত্র জানায়, পূর্বের রেজিস্টার্ড এবং বয়স ৩৫ বছরের উপরে যে কেউ সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিতে পারবেন। এছাড়াও নতুন ভাবে রেজিষ্টেশন করেও প্রথম ডোজ টিকা গ্রহন করা যাবে।


আরো পড়ুন