• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

করোনার কঠোর বিধিনিষেধের মধ্যে বৈধ কাগজপত্র থাকার পরও যারা সৌদি আরব যেতে পারছেন না, তাদের জন্য ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ আগামী ২ জুন

অনলাইন ডেস্ক / ১৯৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

করোনার কঠোর বিধিনিষেধের মধ্যে বৈধ কাগজপত্র থাকার পরও যারা সৌদি আরব যেতে পারছেন না, তাদের জন্য ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ আগামী ২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে  সৌদি সরকার ।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বিনা মূল্যে ইকামা বৃদ্ধির এ ঘোষণা সোমবার দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

দেশটির বিভিন্ন খাতে কাজ করা বিদেশি কর্মীদের পাশাপাশি পর্যটকরাও এ সুবিধা পাবেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এ মেয়াদ বৃদ্ধি পাবে বলে নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।

বাদশা সালমানের নির্দেশনায় এর আগে অর্থ মন্ত্রণালয় বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করে।

দেশের নাগরিক ও বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি প্রশমনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় এই সংবাদমাধ্যম।


আরো পড়ুন