• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

উত্তরার লুবানা জেনারেল, হাসপাতাল কে ২০ লাখ টাকা জরিমানা।।

/ ৩৫৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

মো:আতিকুর রহমান,উত্তরা,প্রতিনিধি: উত্তরার অভিজাত হাসপাতাল লুবানা জেনারেল হাসপাতালে চার টাকায় ওষুধ ১০০ টাকায় বিক্রি, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ ও মেয়াদউত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে অভিযান
চালিয়ে এ জরিমানা করেন র্যাবের নির্বাহী
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযান শেষে সারওয়ার আলম বলেন,‘হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ণ বিভিন্ন সার্জিক্যাল জিনিস পাওয়া গেছে। এছাড়া খুবই নোংরা পরিবেশে তারা বিভিন্ন অপারেশন করছিল। ওটিতে তারা খাওয়া দাওয়া পর্যন্ত করত।

‘রোগীদের বিভিন্ন পরীক্ষার যে রিপোর্ট
তারা তৈরি করত সেখানে একজন ডাক্তারের নয়টি স্বাক্ষর পাওয়া গেছে। হাসপাতালের ফার্মেসিতে ৩৪ টাকার মরফিন ওষুধ বিক্রি হচ্ছিলো ৩৪০ টাকায়। যেটা দশগুণ বেশি দামে বিক্রি করা হত। চার টাকা।দামের একটা ওষুধ তারা একশ টাকায় বিক্রি করছিল।’।তবে ডেঙ্গু রোগীদের পরীক্ষায় কোনখারাপ কিছু দেখা যায়নি। এসব অভিযোগেপ্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আরো পড়ুন