• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

মরণনেশা ইয়াবা ভাসছে কুমিল্লায় বৈধ সাইনবোর্ডে! তালিকা প্রকাশে!

/ ৪১৬ বার পঠিত
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

এম কে নূর আলম সরজমিন পর্ব~৩ প্রকাশঃ মাদক ব্যবসা টিকিয়ে রাখতে অনেকেই বৈধ ব্যবসার সাইনবোর্ড লাগিয়ে বহালতবিয়তে।

দীর্ঘ অনুসন্ধান প্রকাশ: কুমিল্লায় অবাধে মাদক দ্রব্যের পাইকারি কারবারি কুমিল্লা সদরের ৫নং পাঁচথুবী ইউনিয়নের নিশ্চিন্তপুর আবু্ল মিয়ার পুত্র একাধীক মামলার আসামী মাদক সম্রাট রাসেল,রুবেল ওরফে মুঝা, ভারতের কুলুবাড়ির সাগর সোনামুড়া থানার ৮মামলার আসামী সে নিশ্চিন্তপুরের রাসেল সেন্ডিটেক,বড়জ্বলার শাহীন(৩০)।

বাগবের এলাকার মক্তুর হোসেনের পুত্র ৪মামলার আসামী অলী ওরফে অল্ল্যা, আবু মিয়ার পুত্র রাসেল। দক্ষিন বাগবের মৃত মুকতুল হোসেনের পুত্র রহিম, মৃতঃআরু মিয়ার পুত্র রাসেল, হারুন মিয়ার পুত্র মামুন, ইয়াবা নজরুল, মৃতঃমালেক মিয়ার পুত্র জাহাঙ্গীর, মুনা মিয়ার পুত্র মঞ্জিল এবং উত্তর বাগবেরের আবু মিয়া।

মতিনগর এলাকার মঞ্জিল মিয়ার পুত্র আকতার।
ছাওয়াল পুরের, বারেক মিয়ার পুত্র নাছির ও পারভেজ। সুবর্ণপুরের খোকন মিয়ার পুত্র রিপন, দু্লাল মিয়ার পুত্র ভুট্টু। রাচিয়া এলাকার হারু মিয়ার পুত্র মোস্তফা(৩২)। বিষ্ণপুরের আব্দুল ছোবাহান মিয়ার পুত্র মিসটি মিয়া (৩৫)। কোটেশ্বর গ্রামের বহু মামলার আসামী জলিল(৩৮)। শরীফপুর এলাকার হাসু মিয়ার পুত্র ইয়াবা সম্রাট নজরুল (৩২), হুমায়ুন। কালিকাপুর দমার বাড়ীর ফুল মিয়ার পুত্র মনির(৩৫)।

কৃষ্ণপুর এলাকার বাহার মিয়ার পুত্র সাজ্জাত(২৯), ধনেঞ্জয়ের সাজ্জাত। বামইল এলাকার মৃত মন্তাজ মিয়ার পুত্র ইরাক(৩৮)। ইটাল্লার জদ্দা মোসলেমের পুত্র কাসেম(৩৫)। খিলপাড়া বাবুল(২০)। জামবাড়ীর মৃত লিটন মিয়ার পুত্র রাকিব। শুভপুর মাদকের হাট! কোতয়ালী মডেল থানার অদূরে কুসিক ৬নং ওয়ার্ড শুভপুর শাপলা মার্কেট থেকে পুলের গোড়া পর্যন্ত ভয়ঙ্কর মাদক সেন্ডিকেট সক্রিয়।
কুমিল্লা জজকোর্টের একজন কোটিপতি পিয়ন শুভপুর পোলের গোড়ায় চেয়ার টেবিল নিয়ে বসে কিস্তির সুদ ব্যবসার অন্তরালে পাইকারি ইয়াবার কারবার করছে। পুলিশ বেশ কয়েকবার জুয়েলকে তার সহযোগী সহ আটক করে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার,বাংলাদেশ পুলিশ প্রধান সম্মানিত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী,কুমিল্লা সুযোগ্য পুলিশ সৈয়দ নরুল ইসলাম শূন্য সহনশীলতায়। আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে বিপুল পরিমাণ মাদক অস্ত্র উদ্ধার করে। গ্রেফতার কৃত আসামীরা আদালতে কন্টাক্ট করে অল্প দিনেই জামিনে এসে আবার মাদক কারবারে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও ডিবি ওসির নেতৃত্বে পুলিশ রয়েছে মাদকের বিরুদ্ধে যুদ্ধে।


আরো পড়ুন