• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

গুজব ও ডেঙ্গুরোগ প্রতিরোধে ইউএনও এবং ওসি মাঠে”

/ ২৪৭ বার পঠিত
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

মোঃমানিক বি,পাড়াথানা প্রতিনিধি:গুজব ও ডেঙ্গুরোগ প্রতিরোধে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সভা ও সেমিনার করেছেন। বিভিন্ন সভা সেমিনারে ইউএনও এবং ওসি তাদের বক্তব্যে বলেন, কাউকে ছেলে ধরা সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দিন। অপরাধী হলে অবশ্যই সে সাজা পাবে। যারা অতি উৎসাহী হয়ে গণধুলাই দিয়ে তাকে মেরে ফেলতে চায় তাদের সনাক্ত করুণ। যারা গুজব ছড়াচ্ছে তারা কখনো দেশের মঙ্গল চায় না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হবে। সারাদেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে ডেঙ্গুরোগ দেখা দিয়েছেন। এ রোগ থেকে বাচতে হলে এডিস মসা নিমূল করতে হবে। বাড়ীর আঙ্গিনা, ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দিনে বা রাতে ঘুমাতে যাবার সময় মশারী ব্যাবহার করুন। ঘরের আনাচে-কানাচে ও অন্ধকার স্থানে স্প্রে বা মশার ওষুধ ব্যবহার করুন। মশার কামড় থেকে বাচতে শিশুদের দিনের বেলায় ফুল হাতা জামা ও পায়জানা পড়ার পরামর্শ দিন। হঠাৎ ১০৪-১০৫ ডিগ্রি জ্বর এবং সাথে মাথাব্যাথা থাকলে ডাক্তারের স্মরণাপন্ন হবেন। ডেঙ্গুরোগ প্রতিরোধে নিজে সচেতন হউন ও অপরকে সচেতন হতে উৎসাহিত করুণ। ইউএনও এবং ওসি দিনব্যাপী চান্দলা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় ব্যাপক জনসচেতনতামূলক সভায় মূল্যবান বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন