• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন

“স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে ১ বছরের কারাদন্ড”

/ ৩২২ বার পঠিত
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

মোঃমুমিনুল ইসলাম:
সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত সিএনজি অটোরিক্সা চালককে ১ বছরের কারাদন্ড প্রদান করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাহী অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মালাপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সিএনজি অটোরিক্স্রা চালক এক সন্তানের জনক মোঃ বিল্লাল হোসেন (২৭) প্রতিদিনের মত সোমবার সকাল সারে ৯টায় মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে সিএনজি অটোরিক্সা চালিয়ে যাচ্ছিল। বৈরী আবহওয়ায় হালকা বৃষ্টিতে ওই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী স্কুলে যাবার পথে বিল্লাল তাকে তার গাড়ীতে উঠতে বলে। সে উঠতে না চাইলে তাকে অশালিন কথাবার্তা বলাসহ এক পর্যায়ে জোর করে গাড়ীতে উঠাতে চেষ্টা করলে ওই ছাত্রী চিৎকার শুরু করলে স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে এলে সে সেখান থেকে গাড়ী নিয়ে দ্রত পালিয়ে যায়। বিষয়টি স্কুল কর্তৃপক্ষসহ তার অভিভাবককে জানানো হলে এলাকাবাসী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা পাশের গ্রাম থেকে এক ঘন্টাপর তাকে আটক করে পুলিশে খবর দেয়। থানার এসআই মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে বিল্লাককে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া ছিদ্দিকা’র ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালত ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত বিল্লালকে ইভটিজিং করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


আরো পড়ুন