• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

জিএমপি, সদর থানা পুলিশ কর্তৃক দ্রুততম সময়ের মধ্যে ক্লুলেস হত্যা রহস্য উদঘাটন, প্রেস ব্রিফিং

বিশেষ প্রতিনিধি মোঃ কাজল মিয়া / ৩৩৪ বার পঠিত
আপডেট: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

গত ইং ১১/০২/২০২১ তারিখ ভাের অনুমান ০৬.৩০ ঘটিকায় সদর থানা পুলিশ ন্যাশনাল পার্কের ০৫ নং গেইট সংলগ্ন ঢাকা টু ময়মনসিংহ হইওয়ে রােড়ের পাশ থেকে এক অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে উক্ত ব্যক্তির স্ত্রী সাহেদা বেগম খবর পেয়ে হাসপাতালে এসে মৃতদেহটি তার স্বামী মুন্নাফ সরকার (৫০), পিতা- মৃত রাজ্জাক গাজী, সাং-হরিপুর , থানা-হােমনা, জেলা-কুমিল্লা এর  বলে সনাক্ত করেন এবং জানন যে তার স্বামী পেশায় একজন কভার্ড ভ্যান ড্রাইভার।
গত ইং ১০/০২/২০২১ তারিখ ভাের ০৪.৩০ ঘটিকায় তিনি কাশিমপুর থানাধীন মোজার মিল সাকিনস্থ তার ভাড়া বাসা হতে নারায়নগঞ্জ যাবে বলে বের হয়ে দিন শেষে ও বাসায় না ফিরলে এবং তার ব্যবহৃত মােবাইল কেউ রিসিভ না করলে ইং ১১/০২/২০২১ তারিখ দুপুর বেলা মোবাইল ফোনে তার স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার স্বামীর গলাকাটা জখম প্রাপ্ত মৃতদেহ দেখেন এবং উক্ত হত্যাকান্ডের বিষয়ে এজাহার দায়ের করলে সদর হানির মামলা নং-২৫, তারিখ১১/০২/২০২১খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোত রজু করা হয়। উক্ত বিষয়ে তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন না স্পিনিং মিলস্ থেকে ১২২ বস্তা সুতা নিয়ে ভিকটিম আঃ মুন্নাফ সরকার তার ঢাকা মেট্রো-ট-১৩-১০৮৩ কাভার্ড ভ্যান যােগে ইং ১০/০২/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় রওনা করে চন্দ্রা চৌরাস্তায় ফেরার পথে পথিমধ্যে আসামীরা তাকে ধারালো অস্ত্র দ্বারা জবাই করে তাঁর মৃতদেহ ন্যাশনাল পার্কের ০৫ নং গেইট সংলগ্ন হাইওয়ে রােডের পাশে ফেলে দিয়ে সুতা ভর্তি কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সদর থানা পুলিশের কয়েকটি টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলাধীন ধামরাই থানা এলাকা হতে ইং ১১/০২/২০২১ তারিখ দিবাগত রাতে লুষ্ঠিত কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৩-১০৮৩, জিএমপি কাশিমপুর থানাধীন জিরানী এলাকা থেকে ইং ১২/০২/২০২১ তারিখ রাত ১০.৩৫ ঘটিকায় আসামী গকুল চন্দ্র সরকার ( বকুল সরকার (৩০), পিতামানিক চন্দ্র সরকার, সাং-আটাবহর (মাধব মন্দিরের পিছনে), থানা- কালিয়াকৈর, জেলা-গাজীপুরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে লুষ্ঠিত ১২২ বস্তা সুতা, যাহার মূল্য ১৩,৬৬,৮০০/-(তের লক্ষ ছিষট্টি হাজার আটশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ইং ১২/০২/২০২১ তারিখ দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় হত্যাকান্ডে জড়িত মূল আসামী ১ মােঃ নাজমুল হােসেন (২২), পিতা- মােঃ মনােয়ার হােসেন, মাতা- মােসাঃ নাছিমা আক্তার , সাং- দেওয়ান টুলি (ফুলের পাশে), থানা- কোতয়ালী , জেলা-রংপুরকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালাে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা মুন্নাফ সরকার হত্যাকান্ডের সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত মামলায় জড়িত অন্যান্য আসামী গ্রেফতার অভিযানসহ তদন্ত কার্যক্রম অব্যাহত।


আরো পড়ুন