• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ভুয়া নিয়োগপত্র সৃজনকারী চক্রের ০২(দুই) সদস্য গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার পঠিত
আপডেট: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

মামলা দায়ের: মোহাম্মদপুর (ডিএমপি) থানার মামলা নং-৩৪ তারিখ-০৮/০২/২০২১ ধারা-৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬ পেনাল কোড, পেনাল কোড ।

মডাস অপারেন্ডি : নিরিহ লোকজনদেরকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র সৃজন করে প্রতারনা করার অপরাধ ।

উদ্ধারকৃত মালামাল:- আসামীদের দেওয়া বাংলাদেশ পর্যটন করর্পোরশনে বিভিন্ন পদের ভূয়া সৃজন করা নিয়োগপত্র এবং ভূয়া নিয়োগপত্র সৃজন করার কাজে ব্যবহৃত একটি মনিটর,পিসি,প্রিন্টার মেশিন।

অপারেশন:- ঢাকা মেট্রো-দক্ষিণ, টীম নং-০৫ ও ০৬।

গ্রেফতারের স্থান :-ডিএমপি’র সুত্রাপুর ও মতিঝিল থানা এলাকা।


আরো পড়ুন