• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

মহেশপুরে  ভারতীয় নাগরিক সহ ২১জন আটক !

আশরাফুল আলম, মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি / ৩১৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
মহেশপুরে  ভারতীয় নাগরিক সহ ২১জন আটক !

ঝিনাইদহের মহেশপুর ভারতীয় নাগরিক সহ ২১ জনকে আটক কনেছে ৫৮ বিজিবি।
জানাগেছে ০৯ ফেব্রুয়ারি বিকালে  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার বেতবারিয়া গ্রামের প্রাইমারী স্কুলের পিছন হতে ০৪ জন বাংরাদেশী কে  আটক করা হয়।   আটকৃতরা হলেন   (এক) আম্বিয়া খাতুন (৩৫), পিতা- মনসুর শেখ, (দুই) মোছাঃ কাজল (১৪), পিতা- ইমামুল শেখ (ইদ্রিস), উভয়ের গ্রাম- রামকান্তপুর, পোঃ শেরবার, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল, (তিন) নয়ন বিশ্বাস (২২), পিতা- শংকর বিশ্বাস, গ্রাম- ইন্দুহাটি, পোঃ পাতলা বাজার, থানা- তেরখাদা, জেলা- খুলনা, (চার) রাসেল মোল্লা (১৬), পিতা- বিল্লাল মোল্লা, গ্রাম- আওড়িয়া, পোঃ হাটবাড়ীয়া, থানা+জেলাঃ নড়াইল।
এদিকে  ০৭ ফেব্রুয়ারি অধিনস্ত বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাঙ্গা গ্রামের  আম বাগানের মধ্যে হতে  ১৪ জনকে  আটক করা হয়। আটকৃতরা হলেন (এক) জয়নাল (৩২), পিতা- মৃত মঈন শেখ, গ্রাম- লস্করপুর, পোঃ+থানা+জেলা- মাগুরা, (দুই) পল চৌধুরী (১৫), পিতা- ওয়াসিম চৌধুরী, গ্রাম+পোঃ কোঠরা কান্দি, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর (তিন) জনি মীর (২৮), পিতা- মহসিন মীর, (চার) শামীমা (২০) স্বামী- মনির মীর, উভয়ের গ্রাম- শিদ্ধী পাশা, পোঃ আমতলা বাজার, থানা- অভয়নগর, জেলা- যশোর (পাচ) প্রশান্ত বাদচি (২৬), পিতা- বাসুদেব বাদচি (ছয়) সরশ্বতি হালদার (২১), স্বামী- প্রশান্ত বাদচি, উভয়ের গ্রাম- জহরেরকান্দি, পোঃ- রামশীল, থানা- কুটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (সাত) মোঃ জাকারিয়া খান (৩৫), পিতা- আবুল খান, (আট), কেয়া (২৩), স্বামী- মোঃ জাকারিয়া খান, উভয়ের গ্রাম- ঝুকিফুল, পোষ্ট- সোনালী, থানা- খাঁন জাহান আলী, জেলা- খুলনা, (নয়) নিলা শেখ (১৮), পিতা- নজরুল ইসলাম, গ্রাম- বড়দিল্লীপাড়, পোষ্ট- পাথড়শী, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, (দশ) আমেনা খাতুন (২৫), পিতা- মোঃ আমজেদ মোড়ল, গ্রাম- পশ্চিমপাড়া, পোষ্ট- দামেদর, থানা- ফুলতলা, জেলা- খুলনা, (এগারো) নিলিমা খাতুন (২১), স্বামী- রাজিব মোল্লা, গ্রাম- শ্রীফলতলা, পোষ্ট- মহিষাগনি, থানা- রুপসা, জেলা- খুলনা, (বারো) হৃদয় সরকার (২৮), পিতা- অঘোর সরকার, গ্রাম- খাড়িবুনিয়া, পোষ্ট- কাঞ্চননগর, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, (তেরো) স্মৃতি কণা সরকার (৪১), স্বামী- অঘোর সরকার, বাড়ি নং- ১০, রাস্তা নং- বি, কে ইষ্ট লেন, পোঃ- খুলনা সিটি-৯১০০, থানা- খুলনা সদর, জেলা- খুলনা, (চৌদ্দ) দিবাকর দেওয়ানজি (৫০), পিতা- শিশির দেওয়ানজি, বাসা/হোল্ডিং- ১৮, গ্রাম/রাস্তা- ১৩, সেক্টর-০১, ডাকঘর- উত্তরা- ১২৩০, বিমানবন্দর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জেলা- ঢাকা।
অপরদিকে ০৭ ফেব্রুয়ারি বিকালে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা  উপজেলার মাটিলা গ্রামের বটতলা মোড়  হতে ৩জন ভারতীয় নাগরিক জনকে আটক করে বিজিবি।  আটকৃতরা হলেন (এক) সুমিত্রা দাস (৩৫), স্বামী- সুকেষ দাস, (দুই) পায়েল দাস (১০), পিতা- সুকেষ দাস, (তিন) সুচিত্রা দাস (৫৫), স্বামী- সন্তোষ দাস, সকলের গ্রাম- গানপুর, পোঃ ঘারাপোতা, থানা- বনগা, জেলা- উত্তর চব্বিশ পরগনা, ভারত।
৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান আটককৃত ভারতীয় নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এ্যান্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায়  মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে এবং বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা করা হয়েছে।


আরো পড়ুন