• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

সংবাদকর্মী আবদুল হাকিমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন !

নিজস্ব প্রতিবেদক / ২৯১ বার পঠিত
আপডেট: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

এম ইসমাইল শাহ : কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য এমএম আবদুল হাকিমের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি বিকাল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার শাখা এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।

বিএমএসএফ কক্সবাজারের আহবায়ক, দৈনিক বাংলা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি শহিদুল্লাহ মেম্বারের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনার দায়িত্বে ছিলেন দৈনিক আজকের বসুন্ধরার পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সম্পাদক রুহুল আমিন সিকদার, কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা, দৈনিক ইনানী পত্রিকার বিজ্ঞাপন ইনচার্জ ও স্টাফ রির্পোটার ইসমাইল শাহ , নিউজ কক্সবিডির পরিচালনা সম্পাদক সাইমুন আমিন, নাইক্ষ্যণছড়ি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন টুকু, দৈনিক আলোকিত উখিয়ার নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন, পরিচালনা সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আল মোবারক, নিউজ ভিশন ৭১ এর কক্সবাজার প্রতিনিধি আবুল নাসের ইরফান, কক্সবাজার বার্তার বিশেষ প্রতিবেদক এম এ সাত্তার, দৈনিক রূপালী সৈকতের উখিয়া প্রতিনিধি মুসলিম উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ মোছা কোম্পানি, আলোকিত উখিয়ার সদর প্রতিনিধি দিদারুল ইসলাম সজিব, কোর্ট প্রতিনিধি এ আর মোবারক, শহর প্রতিনিধি ইয়াছিন আরাফাত, রাশেদুল আলম।

এতে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। বক্তব্যে বক্তারা আবদুল হাকিমসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান।


আরো পড়ুন