• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

এক পৌরসভায় আওয়ামী লীগের ৭ বিদ্রোহী !

অনলাইন ডেস্ক / ২৬৪ বার পঠিত
আপডেট: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে দলীয় ভাবে মনোনয়ন পাওয়া ৩ প্রার্থীর বিপরীতে মনোনয়ন বহাল রেখেছেন ৯ জন। এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৭ জন, বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন এবং নির্দলীয় প্রার্থী হিসেবে রয়েছেন একজন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি রফিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, বর্তমান মেয়র আলমগীর সরকার, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন, আওয়ামী লীগের নেতা ইসতেগার আলী, সাবেক ছাত্রলীগ নেতা রুকুনুল ইসলাম ডলার। এছাড়া বিএনপি বিদ্রোহী প্রার্থী হলেন পৌর বিএনপির সদস্য সাবেক মেয়র মোখলেসুর রহমান।

এদিকে দলীয়ভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন। এছাড়া একমাত্র নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন বহাল রেখেছেন আব্দুল খালেক।

এদিকে, কাউন্সিলর পদে মোট ৩৩ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করার খবর পাওয়া গেছে। যার মধ্যে কাউন্সিলর পদে ১জন পুরুষ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। উল্লেখ্য, রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ তার মধ্যে পুরুষ ৭৩৯০ ও মহিলা ৭৩১২ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরো পড়ুন