• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

কুমিল্লায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

/ ৩০২ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

সাইফুল ইসলাম ফয়সালঃ(কুমিল্লা প্রতিনিধি)
বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা
এবং বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায় শীর্ষক সেমিনার-২০১৯ কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে কুমিল্লা জেলার সুযোগ্য জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রবাসী কল্যান ও বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ যাহিদ হোসেন। তিনি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

তিনি জানান ২০১৭-১৮ অর্থ বছরে সারা বাংলাদেশ থেকে ৭,৩৪১৮১ জন প্রবাসে কাজের সন্ধানে গেছেন,তিনি অারো জানান বর্তমান সরকারের নির্বাচনের ইসতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ দক্ষ শ্রমিক বিদেশ গমন করবে। এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।চাকুরী নিশ্চিত না হয়ে বিদেশ গমন করতে নিরুৎসাহিত করার অাহবান জানান। বেসরকারি এজেন্সী সমূহ কে নিয়ে মিটিং করার আহবান জানান।তিনি অারো বলেন বৈধ পথে টাকা পাঠালে দেশের ব্যাংব রিজার্ভ মজবুত হয়। এ সময় উম্মোক্ত আলোচনায় বক্তারা নতুন শ্রম বাজারের সৃষ্টি ও প্রবাসীদের হয়রানী বন্ধে সরকারকে জোরালো ভাবে কাজ করার অাহবান জানান। এ সময় অারো উপস্থিত ছিলেন সদ্য প্রদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপান আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়জার মোহাম্মাদ ফারাবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল,মেঘনা,চান্দিনা উপজেলা চেয়ারম্যান গন,উপজেলা নির্বাহী কর্মকর্তাগন,জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর প্রধান,সহ অন্যান্য কর্মকর্তাগন।


আরো পড়ুন