• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

প্রতিবেশী দেশে ভ্যাকসিন সরবরাহ শুরু ২০ জানুয়ারি

স্টাফ রিপোর্টার / ৪১৫ বার পঠিত
আপডেট: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে বুধবার (২০ জানুয়ারি) থেকে ভ্যাকসিন পাঠানো হবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক টুইটে তিনি এ কথা বলেন।

 

টুইটে ড. এস জয়শঙ্কর বলেন, মানবজাতির কল্যাণে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছে ভারত। আমাদের প্রতিবেশীদের কাছে ২০ জানুয়ারি থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। কোভিডসৃষ্ট চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সহায়তা করবে বিশ্বের এই ফার্মাসি।

 

উল্লেখ্য, ভারত প্রতিবেশী দেশগুলোকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দেবে। বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন দেবে ভারত। আগামী ২১ জানুয়ারি ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশে আসবে।


আরো পড়ুন