• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে আধুনিক পদ্ধতিতে গাভীর ক্ষামার বিষয়ক প্রশিক্ষণ

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া-স্টাফ রিপোর্টার / ১৮২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

মঙ্গলবার (৫জানুয়ারী) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিচালান ও উন্নয়ন প্রকল্প(ইউ জিডিপি) স্হানীয় সরকার বিভাগের অাধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করণ এবং খাভীর খামার ব্যবস্হাপনা ও জীবন নিরাপত্তা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে প্রশিক্ষণে উপজেলার ষোলনল ইউনিয়ন এর গাজীপুর নিরব এগ্রো কমপ্লেক্সের সফল খামার পরিদর্শন করা হয়।এ সময় নিরব এগ্রো কমপ্লেক্সের সামনে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা মোঃমেহেদী হাসান ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর,ইউ জিডিপি প্রকল্প মোঃসফি উল্লাহ।খামারের সফলতার বিষয়ে অালোচনা করেন খামারী নিরব এগ্রো কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মোঃ তাজুল ইসলাম ও ইকরামুল হক।  সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা এল ডিপির এল এফ এ মোঃজামশেদ অালম।


আরো পড়ুন