• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন

স্বরূপকাঠির পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী  ৬ জনসহ ৫৬  জনের মনোনয়নপত্র জমা 

সুমন খান, নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার পঠিত
আপডেট: শনিবার, ২ জানুয়ারি, ২০২১

পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠির পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২০। এছাড়াও ৩টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্বরূপকাঠি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইউসুফ হারুনের দপ্তরে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী, বর্তমান মেয়র গোলাম কবির ছাড়াও একই দলের নেতা, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান খান ,এবং পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকার, মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে বিএনপির মনোনিত প্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ ,ছাড়াও একই দলের উপজেলা কমিটির সহ সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, তার মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও জাতীয় পার্টির  প্রার্থী হিসেবে মো. নুরুল ইসলাম, মনোনয়নপত্র জমা দেন। প্রসঙ্গত ৩য় ধাপের পৌর নির্বাচনে স্বরূপকাঠি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারী ২০২১ ।


আরো পড়ুন