• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

কানাডায় পাকিস্তানি মানবাধিকার কর্মীর মরদেহ উদ্ধার !

অনলাইন ডেস্ক / ৩৪৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

কানাডার টোরান্টোতে নির্বাসিত পাকিস্তানি এক নারী মানবাধিকার কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৭ বছর বয়সী কারিমা বালুচ পাঁচ বছর ধরে কানাডায় বসবাস করছিলেন। রোববার তিনি নিখোঁজ হলে টরেন্টো পুলিশ তার সন্ধান শুরু করে। পরে সোমবার তার মৃতদেহ খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে পুলিশ। বিবিসি জানায়, কারিমা পাকিস্তানের পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশে মানবাধিকারকর্মী হিসেবে কাজ করতেন। পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থা এবং সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন কারিমা।

 

মানবাধিকারকর্মী হিসাবে অবদানের জন্য ২০১৬ সালে বিবিসি’র ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায়ও কারিমার নাম ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দায়ের হওয়ার পর ২০১৫ সালে তিনি পাকিস্তান ছেড়েছিলেন। কানাডায় নির্বাসনে থেকেও কারিমা বেলুচিস্তানের মানুষের অধিকার নিয়ে ব্যক্তিগতভাবে এমনকি স্যোশাল মিডিয়াতেও প্রচার চালিয়ে আসছিলেন। এই কাজের জন্য তিনি একাধিক হুমকিও পেয়েছেন। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত ‘বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশন’ এর প্রধান হিসাবে কারিমা বালুচই ছিলেন প্রথম নারী।


আরো পড়ুন