• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

দুঃস্থ নিঃসন্তান বিধবার জমি ফিরিয়ে বিনামূল্যে নামজারী করে দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড”

/ ৩১৮ বার পঠিত
আপডেট: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

মোঃমানিক-(বি,পাড়াা থানা প্রতিনিধি ):কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার ভ’মি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এক বিধবা মহিলার বেদখলকৃত জমি উদ্ধার করে নিজের পকেট থেকে টাকা দিয়ে নামজারি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসিল্যান্ড অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ গ্রামের বিধবা নিঃসন্তান সহিলা খাতুন স্বামী মারা যাবার পর তার বাবার বাড়ী সাহেবাবাদ চলে আসে। তার দুই ভাই ও ভাবীরা তাকে বাড়ী থেকে বের করে দেবার চেষ্টা করলে সে তার জমির অংশ দাবি করে। তখন তারা তার নামে কোন জমি নেই বলে বাড়ী থেকে তাকে বের করে দেয়। তখন সে বেশ কিছু দিন পথে পথে ঘুরে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করতে থাকে। একদিন এক লোকের পরামর্শে সে ব্রাহ্মণপাড়া এসিল্যল্যন্ড এর স্মরনাপন্ন হন।

এসিল্যন্ড তার বক্তব্য মনোযোগ সহকারে শুনে সরেজমিন তদন্ত করেন। তদন্তের পর তার দুই ভাই নুরুল ইসলাম ও আবদুস সালাম বিধবার খারিজ করা জমি বাতিল করে বিধবার পৈত্রিক সূত্রে পাওয়া জমি তাকে বুঝিয়ে দেন। এসময় তার নামে খারিজের সরকারী ফি বিধবা সহিলা দিতে পারছেন না দেখে এসিল্যান্ড খারিজের ১১৭০ টাকা তার নিজ পকেট থেকে দিয়ে ভ’মি অফিসের সরকারী তহবিলে জমা দেন। তিনি বৃহস্পতিবার দুপুরে ওই বিধবার নামে খারিজ করা জমির দলিল তার হাতে বুঝিয়ে দেন। এসিল্যান্ড এর এমন একটি মহৎ উদ্দোগকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। ভুমি অফিসের এমন দৃষ্টান্ত স্থাপন করে তিনি প্রমান করেছেন প্রত্যেকেই স্ব-স্ব অবস্থান থেকে চেষ্টা করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ একদিন গঠন করা সম্ভব হবে।


আরো পড়ুন