• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

কোম্পানির”ভেজাল এনট্রাকল বিষে চাষীদের শত শত বিঘা আলুর জমি পুড়ে ছাই !

সোহেল রানা তানোর প্রতিনিধি রাজশাহী প্রতিনিধি / ৩৮৯ বার পঠিত
আপডেট: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

রাজশাহী তানোরে বায়ার কোম্পানির”এনট্রাকল বিষ প্রয়োক করে পথে বসলেন আলু চাষীরা। গত মৌসুমী আলুর দাম বেশি পাওয়ায় এবার আলু চাষ করতে ঝুকেছেন স্থানীয় আলুচাষীরা স্বপ্ন দেখেছিলেন আগামীতে সবলম্বি হবেন তারা।
আলু ফলন যাতে ভালো হয় সেজন্য আলুর জমিতে ব্যবহার করেছিলেন বায়ার কোম্পানির”এনট্রাকল বিষ”
আর এই এনট্রাকল বিষ’ আলুর জমিতে প্রয়োগ করার পরপরই আলুর গাছ সব ঝলসে পুড়ে গেছে । এমন অমানবিক ঘটনাটি ঘটেছে তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ড তানোর পাড়ার মোজাহার নামের এক ব্যক্তি সঙ্গে  তিনি ১০ বিঘা জমিতে আলু রোপণ করেছিলেন এখন প্রায় সে নিঃস্ব শুধু তিনিই নয় তানোরে প্রায় এক হাজার বিঘা আলুর গাছ ঝলসে গেছে এনট্রাকল বিষ প্রয়োক করায় তানোর উপজেলার শত শত আলু চাষীরা আজ
নিঃস্ব।

“এনট্রাকল বিষ” বায়ার কোম্পানির পণ্য তানোর উপজেলার বায়ার কোম্পানির ডিলার”পরিবেশক” মেসাস সৈয়ব আলী ট্রেডার্স”প্রোপাইটর আলহাজ্ব মোঃ সৈয়ব আলী,তানোর গোল্লাপাড়া বাজার তানোর রাজশাহী। আজ শনিবার রাতে তানোর উপজেলার ক্ষতিগ্রস্ত আলু চাষীরা ক্ষতিপূরণের দাবিতে মেসাস সৈয়ব আলী ট্রেডার্স ও তানোর থানা এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অবস্থান করছেন। এ বিষয়ে আলু চাষীরা বায়ার বিষ কোম্পানির কাছে ক্ষতি পুরোনের দাবি জানিয়েছেন।


আরো পড়ুন