• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

বাবা এই জয় তোমাকে দিলাম: পেসার শহিদুল !

অনলাইন ডেস্ক / ৪২৩ বার পঠিত
আপডেট: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

বাবার বড় আশা ছিলো ছেলের জেমকন খুলনা ফাইনাল জিতবে। শিরোপা উঁচিয়ে ধরবেন পেসার শহিদুল ইসলাম। সবই সত্য হলো। কিন্তু সে সত্য দেখার আগেই পৃথিবীর মায়া ছেড়ে অজানা এক ঠিকানায় পাড়ি জমালেন বাবা। ৮ ম্যাচে ১৫ উইকেট নেয়া শহিদুল জয়টা বাবাকেই উৎসর্গ করলেন। চট্টগ্রামের কফিনে শেষ পেরেক ঠুকেছেন এক পেসার। শিরোপা জয়ের পথে শেষ চার বলে দরকার ১৩ রান। শহিদুলের পরপর দুই উইকেট শিকারে খুলনার ঘরে টি-টোয়েন্টি কাপের শিরোপা। কিন্তু যতটা উল্লাস খুলনা শিবিরের ততটা আবেগ ছুয়ে যায় শহিদুলকে। দিন কয়েক আগেই রক্তের টান ছিন্ন করে চলে বাবা হাবিবুর রহমান।

টুর্নামেন্টের ৮ ম্যাচ, শহিদুল পকেটে নিয়েছেন ১৫ উইকেট। প্রথমবার খুলনার মানুষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। সে আনন্দ বাড়িয়েছে নারায়ণগঞ্জে বাড়ি এমন এক ছেলে। সে বাড়িটায় আজও শোকের ছায়া। শেষবার বলেছিলেন বাবা শিরোপা যাবে ছেলের খুলনায়। সত্য হলো সেটাই। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। সত্য দেখা হয়নি। শহিদুলের বোলিং বিসিবির নজর কাড়ে। সামনে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। বাবার কথাগুলো মনে ধারণ করে।

বাবার স্বপ্ন ছিলো শহিদুল হবেন চিকিৎসক, তবে তার হাতে উঠলো ক্রিকেট বল। সেটাও মেনে নিয়েছেন। জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শহিদুল ক্রিকেটের তাড়নায় অনিয়মিত। যদি কখনো দেশের জার্সিতে খেলার সুযোগ হয় তাহলে শহিদুলের প্রতিটা অর্জন লাল-সবুজের। দূর থেকে গর্বিত হবেন বাবা।


আরো পড়ুন