• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৫১ অপরাহ্ন

নবাবগঞ্জ শিকারীপাড়া থেকে মাদক সহ ব্যবসায়ী আটক

/ ২০৯ বার পঠিত
আপডেট: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

আজ ঢাকা নবাবগঞ্জের শিকারীপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারুয়াখালী তদন্ত কেন্দ্রর পুলিশ। আটককৃত মোস্তফা শিকারীপাড়া গ্রামের মন্ডল পাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের নাতি। মোস্তফা বরিশাল জেলার আবুল হোসেনের ছেলে।

বারুয়াখালী তদন্ত কেন্দ্রর ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে, শিকারীপাড়ার কাটাখালি ব্রিজের উপর থেকে এসআই ফারুদুজ্জামান ভূইয়া, এএসআই রবিউল আলম ও সঙ্গীয় ফোর্স আশরাফুল ইসলাম, মো. ইমরুল ও সালাউদ্দিন এর নেতৃত্বে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক আইনে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে আজকেই।


আরো পড়ুন