• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়া উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার প্রার্থী পরাজয়, হামলার শিকার সাংবাদিক!

নিজস্ব প্রতিবেদক / ৪৬২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবু জাহের (আনারস প্রতীক)। উপজেলার ৬৩টি কেন্দ্রের ফলাফলে ব্রাহ্মনপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কাছে আ’লীগ প্রার্থীর পরাজয়। বিজয়ী পেয়েছেন ৪০ হাজার৫৯০ ভোট, পরাজিত  প্রার্থী পেয়েছেন ৩৬ হাজার ৬’শ ৩৯ ভোট।

রাত পৌনে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত গণনাকৃত ভোটের মধ্যে নৌকা বিজয়ের খবর পাওয়া যায়।

উল্লেখ্য:কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দুলালপুর কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হামলার শিকার হন সাংবাদিকরা।

এ সময় তাদের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া আনারস প্রতীকের এজেন্টও আহত হন।

আহতরা হলেন-সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু, আশিকুর রহমান, জহিরুল হক বাবু, বাপ্পি, বিপ্লব এবং আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেন।

আহতদের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকরা সাংবাদিকদের উপর এই হামলা চালিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মী মাহফুজ নান্টু জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ।

আহত সাংবাদিক জহিরুল হক বাবু জানান, আমরা দুলালপুর কেন্দ্রে যাবার সময় ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। তারা প্রথমে আমাদের গাড়ি ভাঙচুর করে। পরে আমাদের উপর হামলা করে।ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার পরপর কুমিল্লা জেলাপ্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার জনাব সৈয়দ মোঃ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে যান এবং আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।


আরো পড়ুন