• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সাদুল্যাপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে !

মোঃ শাকিল মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি / ২৯২ বার পঠিত
আপডেট: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল -সমাবেশ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলার শাখার আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরী এণ্ড ক্লাব সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক আবদুল জলিল, মাজহারুল ইসলাম, শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, যুগ্ম সম্পাদক রঞ্জিত কুমার অধিকারি, এসটিএম রুহুল আলম প্রমূখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে আমাদের স্বাধীনতা, পতাকা ও মাতৃভূমি। বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননা মানে স্বাধীনতা, পতাকা ও মাতৃভূমির ওপর আঘাত হানা। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু বিচার দাবি করি।


আরো পড়ুন