• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি / ৩১৪ বার পঠিত
আপডেট: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহাব বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ০৭ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা পরিষদের জন নন্দিত উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার (বাচ্চু)।

সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য আঃ ওয়াদুদ সরদার, মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শওকত আলী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, এ্যাডঃ শহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভাশেষে একই সভাকক্ষে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলার টাক্সফোর্সে কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় সরকারি নীতি নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের দিক নির্দেশনা দেওয়া হয়।


আরো পড়ুন