• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

ভাণ্ডারিয়া থানা পুলিশের গণসচেতনতা মূলকর‌্যালী ও লিফলেট বিতরণ

/ ৩৪২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

মোঃ বাদল, নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে না নেয়া সংক্রান্ত একটি গণসচেতনতামূলক র‌্যালী বের করে। পরে স্থানীয় মজিদা বেগম মহিলা কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানা অফিসার ইন চার্জ এস,এম মাকসুদুর রহমান, মজিদা বেগম মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সামসুল আলম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আসিকুল ইসলাম মো. মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার প্রমূখ। পরে পথচারীদের মাঝে এ সম্পর্কিত লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।


আরো পড়ুন