• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

”চন্দনাইশে বিএমএসএফ আহবায়ক কমিটি গঠন”

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার পঠিত
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

চন্দনাইশ, চট্টগ্রাম ২৮ নভেম্বর ২০২০: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ চন্দনাইশ শাখার কমিটি গঠনকল্পে এক সভা দোহাজারী সদর অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

২৭ নভেম্বর বিকেলে সর্বসম্মতিক্রমে দেশ রূপান্তরের চন্দনাইশ প্রতিনিধি নুরুল আলমকে আহ্বায়ক, কোয়ালিটি টিভির চন্দনাইশ প্রতিনিধি এমএ হামিদকে সদস্য সচিব করে ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবিদুর রহমান বাবুল(যুগান্তর), এমএ মুছা (সংবাদ), আবু তালেব আনছারী(ভোরের কাগজ), মো. এরশাদ (সমকাল), মো. আজিমুশ শানুল হক দস্তগীর (স্টার বাংলা টিভি) মোজাহেরুল কাদের(ভোরের ডাক), সৈকত দাশ ইমন(জনকন্ঠ), শাহাদাত হোসেন(পূর্বদেশ), ফয়সাল চৌধুরী (সি প্লাস টিভি), জাহাঙ্গীর আলম চৌধুরী ( দেশ বার্তা), জনি আচার্য্য(বাংলাদেশ সমাচার), নাছির উদ্দীন(বিজয় টিভি), শহিদুল ইসলাম (মানবকণ্ঠ),এসএম জাকির(স্বাধীন সংবাদ), কামরুল ইসলাম মোস্তফা ( ইনফো বাংলা), ফায়জুল হক দস্তগীর(স্বাধীন সংবাদ), মাঈন উদ্দীন (দিনকাল), মো. আরাফাত হোসেন(আলোকিত দেশ), ইফতেখারুল ইসলাম তিশন (সিটিজি ক্রাইম)। নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা করেন।


আরো পড়ুন