মরিয়ম খানম, স্টাফ রিপোর্টারঃ টেরিবাজার ব্যবসায়ী সমিতি- চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত সাতকানিয়ায় বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত প্রায় ৩শত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বৃহস্পতিবার দুপুরে কেরানীহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে টেরিবাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলহাজ্ব আমিনুল হক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগেরর কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী,সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হেসেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ শফিউল কবির। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ,আমিলাইশ ইউপি চেয়ারম্যান এইচ,এম হানিফ,আমিলাইশ সাবেক চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী,সাতকানিয়া সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবীদ হাজি রফিকুল আলম, টেরিবাজার সমিতি’র সহ-সভাপতি মোহাম্মদ মূছা,যুগ্ম সম্পাদক গোলাম নবী,সহ- যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগির,সহ-সম্পাদক ফজল আহম্মদ, আবু তাহের,কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম,স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাহেদ,দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।