২১শে নভেম্বর রাত আনুমানিক ১.৫০মিনটে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল, এস আই সজিব ,এসআই মোবারক এ এস আই সাইফুলের সমন্বয়ে একটি টিম তালুককানুপুর ইউপি চন্ডিপুর গ্রামের মৃত রহমান পাগলার বাড়িতে অভিযান চালিয়ে আসামি ১/ মোঃ রকেট (৩০) পিতা করিম উদ্দিন সাং শাবগাছি আসামি, ২/ আ:বাতেন (৩৫) পিতা মোঃ লাল মিয়া সাং শাবগাছি আসামি, ৩/ মোঃ লিটন সরকার (৩২) পিতা মোঃ দুদু সরকার সাং শাবগাছি আসামি, ৪/ মোঃ মতিউর রহমান(২৮) পিতা তাজুল সাং বুগলাগাড়ি আসামি ৫/ মোঃ মখলেছ (৩২) পিতা ডিপটি সাং নোদাপুর জামালপুর সব থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা গনদের জুয়া খেলা রত অবস্থায় ধৃত করে তাদের দেহ তল্লাশি পৃবক আসামি রকেটের নিকট হতে ৫০০ পিস ইয়াবা উপর আসামি বাতেনের থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।