• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী, এমপি আ ক ম বাহার

নিজস্ব প্রতিবেদক / ২৯৬ বার পঠিত
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বঙ্গবন্ধু এদেশের গরীব-দু:খী মানুষের মুখে হাসি ফুটাতে ১৪ বছর জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। দেশের গরীব মানুষের হাতে ভাতার টাকা তিনিই প্রথম তুলে দিয়েছেন । শেখ হাসিনা আজ দেশের মানুষের আস্থার প্রতীক। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী ততদিন নিরাপদ থাকবে।  বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ দিয়েছেন আর শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ছেন।

গতকাল সোমবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত নিবন্ধিত জেলেদের মাঝে রিক্সা ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

হাজী বাহার এমপি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্বের মানুষ আজ হতবাক। বিএনপি-জামায়াতের লুটপাট করে রেখে যাওয়া অচল অর্থনীতিকে সচল করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা যতদিন, দেশের উন্নয়ন ততদিন।  কুচক্রিমহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে,শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

কুমিল্লায় মুজিব বর্ষের উপহার হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিবন্ধিত ৫০ জন জেলের মাঝে রিকশা ভ্যান বিতরন করেন বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

এসয়ম উপস্থিত ছিলেন কুুমিলা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস-চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল,জেলা মৎস্য কর্মকর্তা মো.শরিফ উদ্দিন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (পদোন্নতিপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা) মো.ইকবাল হোসেন, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল,জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ। ২০২০-২১ অর্থ বছরে বৃহত্তম কুমিল্লা জেলা মৎস উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিপি উপকরণের রিকশা ভ্যান দেওয়া হয়।


আরো পড়ুন