• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

ফুলপুর ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান ও সিংহেশ্বর এর ইউপি সদস্যের শপথ গ্রহণ।

তপু রায়হান রাব্বি ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি / ৩০২ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের নব নির্বিচিত চেয়ারম্যান আওয়ামীলীগনেতা আবুল কালাম আজাদ ও শিংহেশ্বর ইউপি সদস্য শাহনাজ বেগম ১৭ নভেম্বর রোজ মঙ্গলবার শপথ নিয়েছেন। চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান ময়মনমিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান এবং ইউপি সদস্য শাহনাজকে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। এসময় সাথে ছিলেন বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ অনেকেই।

উল্লেখ্য, ফুলপুরের ছনধরার ইউপি চেয়ারম্যান ও সিংহেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃত্যুর পর পদ শূন্য থাকায় এ দু’টি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২০ আক্টোবর রোজ মঙ্গলবার।

১নং ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ (নৌকা) ৪ হাজার ৩৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন এবং সিংহেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচনে মোছাঃ শাহনাজ বেগম (মোরগ) ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে উৎসবমোখর পরিবেশে ছিল। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমাতুজ জহুরাসহ অনেক কর্মকর্তাকে সার্বক্ষণিক ভোট কেন্দ্র পরিদর্শণে করতে দেখা গেছে।


আরো পড়ুন