গাইবান্ধা কিডনী পাঁচার চক্রের সক্রিয় সদস্য রায়হান আলী কে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই ।১৬ নম্বরের সোমবার দুপুরে গাইবান্ধা জেলা সিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন সিবিআই এর গাইবান্ধা পুলিশ সুপার এবার এমন আলিফ।
রায়হান আলী দীর্ঘদিন ধরে কিডনী পাঁচার চক্রের সাথে জড়িত ছিল। সে গোবিন্দগঞ্জ উপজেলা ছোট সোহাগী গ্রামের আ: ওহাবকে ঔষধ কোম্পানীতে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ভারতে কিডনী পাচার চক্রের হাতে তুলে ভারতে তার মেডিকেল টেস্টের কথা বলে কিডনী বের করে নেয়। কিডনী পাচার কালীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। রায়হান বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।