• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সাদুল্যাপুরে ইউপি সদস্য জামাই শাশুরীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ শাকিল মিয়া / ২৮৬ বার পঠিত
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাইলী বেগম ও তার মেয়ে জামাই আতাউর রহমান বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।এ নিয়ে ভুক্তভোগীরা সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।
সাদুল্যাপুর উপজেলা রসুলপুর ইউনিয়ন আতাউর রহমান সহ (৪’৫’৬) নং ওয়ার্ডের অভিযুক্ত আতাউর রহমান রাজী ছান্দিয়াপুর গ্রামের আদ্বুর রাজ্জাকের স্ত্রী জামিলা বেগম আরইআর এমপি প্রকল্প কর্মী নিয়োগ করা বলে তার কাছ থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
আরও বয়স্ক বিধবা ভাতা কার্ডের জোহরা বেগম জরিনা বেগম ৯হাজার টাকা হাতিয়ে নিয়েছে। খাদ্যবাদ্ধব কম কার্ডের জন্য ৪হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ভিজিডি কার্ডে জন্য ১হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
শেফালী বেগম কে ঘর বাবদ নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে ইওনোর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দাখিল করেন। ইওনোর বলেছেন বিষয় ক্ষতিয়ে দেখা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হবে।


আরো পড়ুন