আজ (১২নভেম্বর) সকাল আনুমানিক সময় ১১.৫০মিনিটে এসআই মোহাম্মদ বাদল মিঞা,এএসআই মোঃ ওয়াহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন বাগড়া-কুমিল্লা রাস্তার ধর্মনগর চৌমুহনীর সিয়াম ‘স’ মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১.মোঃমোসলেম উদ্দিন(২২),পিতা-মৃত লিল মিয়া,গ্রাম-শশীদল,থানা-ব্রাহ্
এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোঃমোজাম্মেল হক পিপিএম এর সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা রুজু করতঃবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।