• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া কসবায় পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের হত্যার প্রতিবাদে মানববন্ধন র‌্যালী ও সমাবেশ।

আমিনুল ইসলাম আহাদ / ৪০৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

আজ সকাল ১১.৩০ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান
কার্যালয়ের সামনে (বিএমএসএফ) ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি
কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে
মানববন্ধন র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন সমাবেশে সাংবাদিক মহল, মানবাধিকার কর্মী, শিক্ষক,
শিক্ষিকা, রাজনৈতিক নেতিৃবৃন্দু ব্যবসায়ী , কৃষিজীবি, শ্রমজীবি,
কলেজ ছাত্র-ছাত্রী,সচেতন মহল সহ, নানা পেশার মানুষের উপস্থিতিতে প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানটি সফল হয়েছে। সমাবেশে বক্তারা নিন্দা
জ্ঞাপন সহ বলেন ঃ – দেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত কর্মকর্তারা যদি
নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে থাকবে ? এখন
প্রতিরোধ গড়ে তোলতে হবে ।
দেশকে নিরাপদ করে গড়ার দায়িত্ব আমাদের  সবার। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- সভাপতি, মোবারক হোসেন চৌধুরী  (নাছির) বিএমএসএফ ও এইচ.আর.আর.এস কসবা উপজেলা,কুমিল্লা  মেঘনা টিভি স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল আহাদ, আফজাল খান শিমুল আহবায়ক (বিএমএসএফ) , সজল আহামদ খান দৈনিক মানব
জমিন,সাধারণ সম্পাদক , মোহাম্মদ রাসেল সরকার, (বিএমএসএফ) ও
(এইচ.আর.আর.এস) কসবা উপজেলা , সফিকুল ইসলাম খান যুগ্ম-আহবায়ক
(বিএমএসএফ) ও দৈনিক দেশবার্তা আখাউড়া প্রতিনিধি, শেখ মনির
হোসেন নিজাম দৈনিক প্রভাতী খবর আখাউড়া প্রতিনিধি, সিএনএস
২৪.নিউজ সাব-এডিটর মো: মাহবুব সরকার, মানবাধিকার কর্মী দারুন
নাঈম হাছিব, হালিমা খাতুন, মো: হাসান মিয়া, আওয়ামীলীগ নেতা
নূরনবী আজমল, সাবেক কমিশনার আবু তাহের ,আবু মুছা, বাছির মিয়া,
দিদার হোসেন, মনির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,
সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল সরকার। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবরে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যাকারীদের ফাঁসি দাবীতে এক স্বাস্মর
লিপি প্রদান করেন।


আরো পড়ুন