• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

উজিরপুরে সাতলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে কারাদণ্ড প্রধান!

/ ২৪০ বার পঠিত
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি:- আজ রোজ রবিবার ০৮/১১/২০ ইং ৩ টার সময় সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে মোঃ কাইউম মোল্লা কচা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে এ সময়ে তার শ্রমিক মোঃ কামাল মোল্লা (১৯) এবং মোঃ শামীম বেপারী (১৯) নামে ২ জনকে হাতে নাতে ধরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যেজিট্রট জয়দেব চক্রবর্তী।

এ সময়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার বিনষ্ট করা হয়। ২ জনকে গ্রেফতার করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়দেব চক্রবর্তী জানান সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাটির তলদেশ থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারীদের বিরুদ্ধে এই অভিযান নিয়ম অনুযায়ী অব্যাহত থাকবে।


আরো পড়ুন