• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

উজিরপুরে সমাজসেবা অধিদপ্তরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১২ লক্ষ টাকার চেক প্রদান।

/ ২৫০ বার পঠিত
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ রোজ সোমবার ৯/১১/২০ ইং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সফটস্কীল প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে চেক বিতরন করা হয়। এ সময়ে উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু সীমা রানী শীল বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাবির আহম্মেদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অশোক কুমার হাওলাদার ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ হরেন রায় প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠিনে সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ এ সময় কামার, কুমার, নাপিত, মুচি,কাশারু,বাশবেত দিয়ে তৈরির কারিগরসহ ৬৭ জন সফটস্কীল প্রশিক্ষন প্রাপ্ত ও প্রান্তিক জনগোষ্ঠীকে ১৮ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৬ হাজার টাকার কল্যান অনুদানের চেক প্রদান করা হয়।


আরো পড়ুন