• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

“কুমিল্লার বুড়িচংয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

/ ২৬২ বার পঠিত
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

 আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া-নিজস্বপ্রতিবেদকঃগত শনিবার(৭নভেম্বর) বিকালে ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষের বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক সেমিনার কুমিল্লা জেলায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃমমতাজ উদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী,কেন্দ্রীয় আলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও প্রেস কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান,আলীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রেস কাউন্সিলের সদস্য  মোঃমোজাফফর আহমেদ।
 আরো বক্তব্য রাখেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা,ডেইলী স্টারের সম্পাদক ও প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী,প্রেস কাউন্সিলের সদস্য, সিইও গাজী টিভি সৈয়দ ইসতিয়াক রেজা,কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃআরিফুর রহমান,কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তারভীর সালেহীন ইমন,পিপিএম,জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির,বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার,বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন,অধ্যক্ষ আবু সালেক মোঃসেলিম রেজা সৌরভ,উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা বেগম প্রমুখ।


আরো পড়ুন