• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন

ডিবি পুলিশের অভিয়াযনে ৩০০ পিস ইয়াবাসহ সমেত আটক !

/ ৪৯২ বার পঠিত
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

আজ ডিবি পুলিশের অভিযানে সমেত নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৩০০ পিচ ইয়াবাসহ তাকে আটক করেন!   পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানে এস আই দেলোয়ার হোসাইন জসিম সংগিও এএসআই ওলিউল্লাহ,কং/,মনির, ,আলআমিন, ও রাজ্জাক সহ অদ্য ০৮/১১/২০২০ তা দুপুর সোয়াবারোটায় পিরোজপুর জেলার সদর থানাধীন দক্ষিন মাছিমপুর শিমুলবাগ গ্রামে নুরুল ইসলাম চিশতি বাড়ির সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় ১। মোঃজামাল হাং (৩৮) পিংমৃঃ খলিল হাং সাং হরিনাগাজিপুর থানা ও পিরোজপুরকে আটক করা হয় আসামীকে পিরোজপুর থানায় সোর্পদ্ধ করে মাদক আইনে মামলা দায়ের করা হইয়াছে।


আরো পড়ুন