• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের ৫টি বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ !

/ ২৬৯ বার পঠিত
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে ৯৫১নং তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেল ষ্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন  জানান তেলবাহী ওয়াগনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন কাজ করছে।

রেলের উপসহকারী প্রকৌশলি মনিরুল ইসলাম জানান, উদ্ধার কাজ শেষ করতে অনেক সময় লাগবে। লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।


আরো পড়ুন