• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

লালমনিরহাটে পুড়িয়ে হত্যা : ঢাকায় প্রধান আসামি গ্রেফতার !

/ ২৯০ বার পঠিত
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়ার তিন মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ভোরে কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গত ৩০ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মসজিদে কোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয় রংপুরের সহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার আসামিদের বিষয়ে নজর রাখছিল গোয়েন্দা পুলিশ।

পরে শুক্রবার রাতে হোসেন আলীর ঢাকার আসার খবর পেয়ে নজরদারি বাড়িয়ে দেয়া হয়। পরে রংপুরের বাসে ঢাকায় নামার পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, স্থলবন্দরের হোসেন ডেকোরেটরের মালিক হোসেন আলীই জুয়েলকে মারধরের শুরু করেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। হত্যাকাণ্ডের পর তিনটি মামলায় হোসেন আলীকে প্রধান আসামি করা হয়। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল লালমনিরহাটে নিয়ে গেছে বলে জানান ওয়ালিদ।


আরো পড়ুন