• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

জল্পনার অবসান, বাইডেনই নতুন মার্কিন প্রেসিডেন্ট

/ ৩৪১ বার পঠিত
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

অবশেষে নানা নাটকীয়তা শেষে হোয়াইট হাউসের পথে প্রত্যাশিত ইলেকটোরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর মধ্যে দিয়ে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। দীর্ঘদিন পর টানা দ্বিতীয় মেয়াদ পূর্ণ না করেই হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার নানা ঘটনাবলির মধ্য দিয়ে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেনিয়ায় জয়ের মধ্য দিয়ে ‘ম্যাজিক স্কোর ২৭০’ অতিক্রম করেন বারাক ওবামার রানিং মেট বাইডেন। সেই সঙ্গে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার রানিং মেট কমলা হ্যারিস।

বাইডেনকে এরই মধ্যে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কির স্টার্মারসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ শেষে গেল তিনদিন ধরেই চলছে গণনা। দেশটির জটিল এ নির্বাচন প্রক্রিয়ায় চোখ এখন সারাবিশ্বের। করোনা মহামারীকালে এ নির্বাচনে দেশটির ইতিহাসে ১২০ বছরের রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে। সেই সঙ্গে আগাম ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। এর ফলে ভোট গণনায় সময় লাগছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পূর্ণাঙ্গ হিসাব শেষ হতে আরো সময় লাগবে। তবে প্রাথমিক হিসাব কষে একটি পূর্বাভাস করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রভাবশালী গণমাধ্যম সিএনএনের হিসাব অনুযায়ী, সবশেষ ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৫টির ফলাফল হিসাব শেষে জো বাইডেন পেয়েছেন ২৭৩টি ইলেকটোরাল ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। একই রকম পূর্বাভাস ব্রিটিশ গণমাধ্যম বিবিসির। তবে এপি, ফক্স নিউজ, গার্ডিয়ানসহ আরো বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যমের হিসাবে বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোট ২৯০টি। এসব গণমাধ্যম জর্জিয়া এবং নাভাডা রাজ্যেও বাইডেনের জয়ের পূর্বাভাস দিয়েছে। এই রাজ্য দুটিতে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৭টি।


আরো পড়ুন