• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

আজ সাংবাদিকতা কোথায় গিয়ে দাড়িয়েছে?

/ ২০৫ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

রাষ্ট্রের ৪র্থ খুটি থেকে সন্ত্রাস /সন্ত্রাসী কতটা আজ শক্তিশালি? সরকার বা রাষ্ট্র প্রধান সে খুটিকে হেফাজতে ব্যর্থ হলে সাংবাদিকরা কোথায় গিয়ে দাড়াবে?
একটি স্বাধীন দেশে গনতন্ত্রের ভীত মজবুত করতে সাংবাদিক বা সংবাদ পত্রের গুরুত্ব অপরিহার্য্য। কিন্তুু সাংবাদিকরা সেই দ্বায়িত্ব পালনে প্রতিনিয়ত সন্ত্রাসী /চাদাবাজী বা সরকার দলীয় সমর্থক গোষ্টি দ্বারা লাঞ্চিত নির্যাতিত, অপহরন, গুম হতে হয়।

এমনকি হত্যা করা হয়। আর বিচার চাইলে বিচার কার্য নিভৃতে কাদে। আমরা সকল সাংবাদিক নির্যাতন, হত্যা বা লাঞ্চনার বিচার দাবী করছি। সরকার বা রাষ্ট্র প্রদানের কাছে জোর দাবী জানাচ্ছি আর যেন কোন সাংবাদিক বা সংবাদ কর্মী নির্যাতন, গুম, হত্যা বা লাঞ্চনার শিকার না হতে হয় তার নিশ্চয়তা প্রদান করুন। পাশাপাশি চট্রগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারের উপর হামলা কারী,অপহরনকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।


আরো পড়ুন