• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

রাঙ্গাবালীতে ফেরি সার্ভিস দাবিতে মানববন্ধন!

/ ৬৬১ বার পঠিত
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

মাহামুদ হাসান,স্টাফ রিপোর্টারঃ- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে নৌদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি সার্ভিস চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয়বারের মত শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে মানববন্ধন করা হয়।

‘দাবি মোদের একটাই, রাঙ্গাবালীতে ফেরি চাই’ স্লোগানে এবার ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আমির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর হাজী মো. নজরুল ইসলাম প্যাদা, বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের উপজেলা সভাপতি মাওলানা মুফতি মাহবুবুর রহমান ও ইসলামি শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোছাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নৌদুর্ঘটনা থেকে রাঙ্গাবালীবাসীকে নিরাপদ রাখতে কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে অনতিবিলম্বে ফেরি সার্ভিস চালু প্রয়োজন। পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করারও দাবি তুলেছেন তারা। পরে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরে ১০ মাসে কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়।


আরো পড়ুন