• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

কুমিল্লা বরুড়ায় শত বছেরর পুরানো মুক্তবে তালা দিয়ে সম্পত্তি দখলের অভিযোগ!

/ ৩২৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া-নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লার বরুড়ার উপজেলার আড্ডা গ্রামে প্রায় শত বছর পূর্বের একটি মুক্তবের সম্পত্তি দখল করতে ওই মুক্তবে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে।ওই গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে আব্দুল লতিফ গত দুই মাস পূর্বে মুক্তবটিতে তালা লাগায় বলে স্থানীয়রা অভিযোগ করেন।এতে করে ওই এলাকায় দুই শতাধিক ছেলে মেয়ের ধর্মীয় শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটছে।

জানা গেছে,উপজেলার আড্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম আড্ডা খোদাই বাড়িতে অবস্থিত রজবিয় ফোরকানিয়া মাদ্রাসাটি প্রায় শত বছর থেকে নিয়মিত ধর্মীয় ও অনৈতিক শিক্ষা দিয়ে আসছে।মাদ্রাসার নামে আড্ডা মৌজায় বিএস ২০ নম্বর খতিয়ানের ১৭৭, ১৮১, ১৮৩ ও ১৯২ নম্বর দাগে ওয়াকফকৃত সম্পত্তি ও একটি পুকুর রয়েছে।এই সম্পত্তি দীর্ঘদিন যাবত দখল করে পুকুরে মাছ চাষ করছেন ওই আব্দুল লতিফ।এছাড়া গত দুই মাস পূর্বে তিনি মুক্তবের ছাত্র ছাত্রীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছেন।
স্থানীয়রা জানায়,লতিফের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপে মুক্তবটি খুলে দেয়ার দাবি করেন।


আরো পড়ুন