• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

বরিশালের উজিরপুর সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে মা ইলিশ ধরার মহা উৎসব চলছে।

/ ৩৫৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি:- রোজ শুক্রবার ২৩/১০/২০ ইং সকাল ৭টার সময় দেখতে পাওয়া যায় বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে প্রচন্ড বন্যা ও বৃষ্টর মাঝে হারতা ইউনিয়নের নাথার কান্দি গ্রাম সহ বিভিন্ন এলাকার জেলে দের দেখা যায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ ধরার মহা উৎসব চলছে প্রতিরোধ করা মত মাঠে দেখা মেলেনি কাউকে।

স্থানীয় জনতা অবহিত করেন যে জেলেরা সরকারি ভাবে মৎস্য কার্ডের চাল সহ ভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকে। তার পরে ও বর্তমান সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ প্রশাসন কে ফাঁকি দিয়ে মা ইলিশ ধরছেন। এর প্রতিরোধ করতে মাঠে আমরা এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি।


আরো পড়ুন