প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৩, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২০, ১:০০ পূর্বাহ্ণ
লামা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, স্থানীয় সাংবাদিকদের নিয়ে আইনগত সহায়তা প্রদান সংস্থার বিশেষ কমিটির কর্মশালা অনুষ্ঠিত ।

জাহিদ হাসান,লামাঃ- লামা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিশেষ কমিটি, লামা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, স্থানীয় সাংবাদিকদের নিয়ে আইনি সহায়তা-লিগ্যাল এইড সংক্রান্ত অবহিতকরণ কর্মশালা করেন।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১০টার দিকে লামা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে লিগ্যাল এইডের কার্যক্রম উপস্থাপন করেন। প্রজেক্টরে দেখানো হয়, যে সমস্ত অসহায় মানুষ দারিদ্রতা ও অর্থের অভাবে ন্যয় বিচার থেকে বঞ্চিত; যেমন- যৌতুক, পারিবারিক কলহ, সহিংসতা ও নির্যাতনের শিকার, ভরণ-পোষন, জোর-জুলুম, বিরোধ, প্রতারণা শিকার হয়।
তাদেরকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা; লামা চৌকি আদালত; অর্থাৎ-সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট আইনগত অধিকার প্রতিষ্টায় যাবতীয় আইনি সহায়তা, পরামর্শ ও উপদেশ প্রদান করে থাকে।অনুষ্ঠানে লিগ্যাল এইড এর, সরকারি আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়নের কাঠামো তুলে ধরেন।
এর ধরণ; জাতীয় পরিচালনা বোর্ড: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, সুপ্রীমকোর্ট কমিটি, জেলা কমিটি-জেলা লিগ্যাল অফিস, শ্রম আদালত কমিটি(সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস), চৌকি আদালত কমিটি, উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি সমুহ সারা দেশে এই সহায়তা দিয়ে যাচ্ছেন।
এসব বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার আহবান জানিয়ে লামা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সর্বসাধারণের নিকট সরকারি এই বার্তাটি পৌছেঁ দিবেন। তিনি বলেন, সংগঠিত অপরাধ, “যে কোন জুলুম-নির্যাতনের সঠিক তথ্য উপস্থাপন করে- প্রকাশিত খবরের কাগজটি আমার নজরে দিন”।
Copyright © 2023 Songbad TV. All rights reserved.