কুয়েতের আমীর শেখ জাবের আল আহমাদ আল সাবা ৯১ বছর বয়সে কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলা্হি রাজিওন।
আশরাফুল আলম (স্টাফ রিপোর্টার)
মুসলিম বিশ্ব আজ এক মহান ব্যক্তি কে হারালো। যিনি বাংলাদেশ সহ গোটা আফ্রিকা মহাদেশের দরিদ্র মুসলমানদের জন্য লক্ষ লক্ষ মসজিদ বানাতে ভূমিকা রেখেছে। গোটা পৃথিবীতে ধর্ম প্রচারে কুয়েত এবং কাতারের অবদান সবচাইতে বেশী। এই কুয়েতের আমীর আফ্রিকা মহাদেশ জুড়ে কোটি কোটি অমুসলিম কে মুসলমান বানিয়েছেন তার শাসন আমলে। একটি ক্ষুদ্র রাষ্ট্র হয়েও ১০ হাজার আমেরিকান সেনা অবস্থান করার পরও সৌদি আমিরাতি আহবান উপেক্ষা করে ইসরাইলের সাথে সম্পর্ক করতে অস্বীকার করেন এই মৃত্যু পথ যাত্রী বীর মুজাহিদ।
আল্লাহ তাঁর সকল ভুল ক্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাত নসিব করুন। আমিন